রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
ইরানে বিক্ষোভ
expand
ইরানে বিক্ষোভ

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের সমর্থনে রাজপথে নামার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমাবেশ আয়োজনের ডাক দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিল। এসব কর্মসূচিতে সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এই সমাবেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে পরিচালিত কথিত ‘সন্ত্রাসী তৎপরতার’ বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।তারা মনে করেন, দেশে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে সহায়তা দিতে প্রস্তুত। এর আগে তিনি সতর্ক করেছিলেন যে, বিক্ষোভ দমনে ইরান সরকার প্রাণঘাতী শক্তি প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভের সূত্রপাত হয়। তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল কারণ ছিল ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে এসব আন্দোলন রাজনৈতিক দাবিতে রূপ নেয় এবং দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এখন পর্যন্ত ইরান সরকার নিহত বা আটক ব্যক্তিদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহরে প্রায় ৩০০ স্থানে বিক্ষোভ হয়েছে। সংস্থাটির তথ্যমতে, এসব ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X