

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৮ মাত্রার একটি মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কম্পনে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক এলাকায় কেঁপে ওঠে।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এবং কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার নিচে।
কম্পনের সময় সোয়াত, শাংলা, বুনেরসহ আশপাশের বিভিন্ন জেলায় ভবন দুলে উঠলে আতঙ্কে অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি।
এর আগে গত বছরের অক্টোবর মাসেও পাকিস্তানে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেসবের মধ্যে হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ৫.৩ মাত্রার একটি ভূকম্পন উল্লেখযোগ্য।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ এলাকায় প্রায়ই ভূমিকম্প ঘটে। গত সেপ্টেম্বরে আফগানিস্তানে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি এই ঝুঁকির বাস্তব উদাহরণ।
মন্তব্য করুন

