

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখনও বেঁচে আছেন নাকি মারা গেছেন—এ প্রশ্নে দিনভর অনিশ্চয়তায় ছিলেন বিশ্বজুড়ে তার সমর্থকরা। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানতে আশার আলো দেখা গেছে।
গুজব ছড়িয়ে পড়ার পর ইমরান খানের বোনেরা কারাগারের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তার সঙ্গে দেখা করার অনুমতি চান। তবে পুলিশ তাদের শক্তি প্রয়োগ করে সেখান থেকে সরিয়ে দেয়। পরে পাকিস্তানের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবশেষে বোন উজমা খানকে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে জানায় যে তিনি কারাগারের ভেতরে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন।
ইমরান বর্তমানে এই আদিয়ালা কারাগারেই বন্দি আছেন। ধারণা করা হচ্ছে, উজমা খান সাক্ষাৎ শেষে বাইরে এসে ইমরানকে নিয়ে ছড়ানো গুজবের সত্য-মিথ্যা সম্পর্কে সাংবাদিকদের জানান দেবেন।
জানা গেছে, অনুমতি পাওয়ার পরও আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কটি বন্ধ করে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। তাই বোন আলিমার সঙ্গে হেঁটেই আদিয়ালা কারাগারের দিকে রওনা দেন উজমা।
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
তিনি বলেন, কারা কর্তৃপক্ষকে রাজনৈতিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। সাক্ষাৎ-ব্যবস্থাপনা সম্পূর্ণ কারা প্রশাসনের বিষয়, এটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত নয়।
মন্তব্য করুন

