শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে নিয়ে যা বললেন কারা কর্তৃপক্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই রয়েছেন—মৃত্যু কিংবা তাকে অন্যত্র স্থানান্তরের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বুধবার ইমরান খানের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা বারবার দেখা করার অনুরোধ জানালেও অনুমতি না পাওয়া এবং কারাগারের বাইরে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনায় সন্দেহ আরও গভীর হয়।

এমন পরিস্থিতিতে বিভিন্ন সামাজিকমাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ইমরান খান নাকি কারা হেফাজতেই মারা গেছেন। এতে তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গোটা পাকিস্তানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আদিয়ালা কারাগারের সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী।

এ অবস্থায় এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে অন্যত্র নেওয়ার খবর সত্য নয়। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতা সংক্রান্ত গুজবও ভিত্তিহীন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ বলেন, ‘তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের সরঞ্জামও আছে।

এছাড়া সাবেক এ প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন খাজা আসিফ।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এরপর ২০২৩ সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয় এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি।

সূত্র: জিও টিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন