শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ইসলামবিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
মোদি ও শাহবাজ শরীফ
expand
মোদি ও শাহবাজ শরীফ

ভারতে মুসলিমবিরোধী মনোভাব এবং ধর্মীয় ঐতিহ্যের ওপর চাপ বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে এবং ঐতিহাসিক স্থাপনা ঘিরে যে পরিবর্তন আনা হচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনাও পাকিস্তানকে ভাবিয়ে তুলেছে।

পাকিস্তানের মতে, এটি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির ধারাবাহিক প্রবণতারই আরেকটি ইঙ্গিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি মন্তব্য করেন, ভারতে সংখ্যাগরিষ্ঠতাবাদী দৃষ্টিভঙ্গি জোরালো হওয়ার ফলে মুসলিমদের ধর্মীয় স্থাপনা ও ইতিহাস নানা হুমকির মুখে পড়ছে।

তিনি অভিযোগ করেন, বহু ঐতিহাসিক মসজিদ ভাঙা বা পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে, আর মুসলিম সম্প্রদায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্রমশ পিছিয়ে পড়ছেন।

পাকিস্তান আন্তর্জাতিক মহলকে ভারতজুড়ে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঘৃণাচর্চার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ভারতের উচিত মুসলিমসহ সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করা এবং উপাসনালয়গুলো রক্ষা করা।

উল্লেখ্য, ১৯৯২ সালে উগ্রবাদী জনতা শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ভেঙে ফেলে। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয় এবং সেই স্থানেই মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। পাকিস্তান মনে করে, এই সিদ্ধান্ত ভারতের সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্যের উদাহরণ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের চূড়ায় গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X