

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ পুনরায় চালুর উদ্যোগ এগোচ্ছে।
চলতি বছরের ডিসেম্বর থেকে ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
হাইকমিশনার জানান, ইরানের একটি বিমান সংস্থা সপ্তাহে তিনবার করে ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছে। নতুন এ রুট চালু হলে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও মজবুত হবে এবং ভ্রমণ সুবিধাও বাড়বে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক আলোচনায় তিনি বলেন, দুই দেশের নাগরিকদের ভ্রমণ সহজ করতে ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। এলসিসিআই-এর সুপারিশ ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের সহায়তায় এখন দ্রুত সময়ে ভিসা ইস্যু করা যাচ্ছে। তার ভাষায়, “ব্যবসায়ীদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা হাতে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা দুই দেশের যোগাযোগকে আরও তরান্বিত করবে।”
বাণিজ্যের সম্ভাবনা প্রসঙ্গে ইকবাল হোসেন খান বলেন, পাকিস্তান চাইলে বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে। একইভাবে বাংলাদেশ থেকেও পাকিস্তানে আনারসসহ বিভিন্ন কৃষিপণ্য পাঠানোর সুযোগ রয়েছে। পাশাপাশি টেক্সটাইল ও গার্মেন্টস খাতে উভয় দেশই পারস্পরিকভাবে লাভবান হতে পারে।
এছাড়া তিনি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে সীমিত আকারে কার্গো পরিবহন শুরু হয়েছিল। এখন চাহিদা বাড়ায় সরাসরি কার্গো রুট চালুর সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।
শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন হাইকমিশনার। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশ সফরে একটি প্রতিনিধি দল পাঠাবে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং তারা বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে আগ্রহী করে তুলতে কাজ করবেন।
মন্তব্য করুন
