বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার লকারে পাওয়া স্বর্ণ নিয়ে যা জানালেন দুদক মহাপরিচালক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
শেখ হাসিনার লকারে পাওয়া স্বর্ণ
expand
শেখ হাসিনার লকারে পাওয়া স্বর্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে অগ্রণী ব্যাংকে থাকা ভল্ট থেকে জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভল্টে থাকা নথি অনুযায়ী শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে ও বোনেরও স্বর্ণ ছিলো। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা ৭৫১ নং ভল্টে ৪ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণালঙ্কারসহ স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস পাওয়া গেছে। আর শেখ হাসিনা ও শেখ রেহনার নামে থাকা ৭৫৩ নং ভল্টে ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম বা ৪১০ ভরি স্বর্ণ পাওয়া গেছে। তবে পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করা হলেও সেখানে কিছু মেলেনি।

দুদকের মহাপরিচালক আরও বলেন, ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই স্বর্ণের বৈধতাও খতিয়ে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন