শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা
expand
ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। রোববার ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তাদের চারটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানেছে।

এর মধ্যে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে রামন বিমানবন্দরে, আর চতুর্থটি আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে।

ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি বলেন, এই অভিযান নির্ধারিত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে।

তিনি আরও জানান, এই হামলা গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে।

সারি উল্লেখ করেছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেন ফিলিস্তিনের পাশে অটল অবস্থান বজায় রেখেছে, এবং ইসরায়েলের কোনো হুমকি তাদের দৃঢ় প্রতিরোধ ও সংকল্প ভাঙতে পারবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন