রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
expand
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের শীর্ষ ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পরোয়ানায় যেসব ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর, এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।

অভিযোগে বলা হয়েছে, গাজায় চলমান সামরিক অভিযানে বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানো হয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ফ্লোটিলার সাহায্যবাহী জাহাজের গতিপথ আটকানোর ঘটনাও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তুরস্কের এই পদক্ষেপকে ইসরায়েল তীব্রভাবে নিন্দা জানিয়েছে। জেরুজালেমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র বলেন, এটি প্রেসিডেন্ট এরদোয়ানের একটি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়।

তিনি আরও অভিযোগ করেন, এরদোয়ান নিজের দেশে বিচারব্যবস্থাকে বিরোধীদের দমন, ভিন্নমতাবলম্বী সাংবাদিক ও বিচারকদের কারাবন্দি করতে ব্যবহার করছেন। এখন সেই একই পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে প্রয়োগের চেষ্টা করছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন