রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি নারীরা নেচে গেয়ে মাতাচ্ছে ইউরোপ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
সৌদি নারীরা নেচে গেয়ে মাতাচ্ছে ইউরোপ 
expand
সৌদি নারীরা নেচে গেয়ে মাতাচ্ছে ইউরোপ 

সৌদি আরবের একমাত্র সর্ব নারী রক ব্যান্ড ‘সিরা’ এবার ইউরোপ মাতাচ্ছে। জার্মানি ও সুইজারল্যান্ডে সফল পারফরম্যান্সের পর তারা এখন যুক্তরাজ্যে সংগীত পরিবেশনে ব্যস্ত। শুক্রবার (৩১ অক্টোবর) দেশটির গণমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি গত বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ হলে মঞ্চে পারফর্ম করে। এটি সৌদি আরবের কোনো ব্যান্ডের লন্ডনে প্রথমবারের মতো পারফরম্যান্স, যা দেশটির সংগীত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে।

ব্যান্ডের প্রধান গায়িকা নোরা বলেন, আমরা আরবি ভাষায় গান করি, কিন্তু লন্ডনের দর্শকরা ভাষা না বুঝেও আমাদের আবেগ ও শক্তি অনুভব করেছেন। এটা আমাদের জন্য বিশাল এক স্বীকৃতি।

সেদিন তারা তাদের আসন্ন অ্যালবাম ‘সারাব’ থেকে কয়েকটি গান পরিবেশন করেন।

চার নারী সদস্যের এই ব্যান্ডে রয়েছেন নোরা, থিং (ড্রামার), হায়া এবং আরেকজন সদস্য। ড্রামার ‘থিং’ ২০০৮ সালে লন্ডনে ডিজাইন বিষয়ে পড়াশোনা করেছিলেন। দীর্ঘ ১২ বছর পর তিনি আবার ফিরলেন সেই শহরে, তবে এবার শিল্পী হিসেবে। ব্যান্ডের আরেক সদস্য ‘হায়া’ ২০১৯ সালে লন্ডনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছিলেন।

সৌদি সমাজে সংগীতে নারীদের অংশগ্রহণ একসময় নিষিদ্ধের কাছাকাছি ছিল। তাই ইউরোপের মঞ্চে ‘সিরা’-র এই সফল উপস্থিতি দেশটির নারীদের শিল্প-সংস্কৃতিতে অগ্রগতির এক নতুন প্রতীক হয়ে উঠেছে।

সূত্র : দ্য ন্যাশনাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন