বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন জাদুঘর, ভাসবে পানির ওপর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন জাদুঘর, ভাসবে পানির ওপর
expand
দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন জাদুঘর, ভাসবে পানির ওপর

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম উদ্বোধন করেছেন ‘দুবাই মিউজিয়াম অব আর্ট’ (ডুমা) প্রকল্পের নকশা। আল ফুতাইম গ্রুপের উদ্যোগে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটি দুবাইয়ের নতুন সাংস্কৃতিক নিদর্শন ও স্থাপত্যশিল্পের প্রতীক হিসেবে গড়ে উঠবে।

দুবাই ক্রিকের পানির ওপর ভাসমান অবস্থায় নির্মিত হবে পাঁচতলা এই জাদুঘর। এটি দুবাইয়ের সৃজনশীল অর্থনীতি ও বৈশ্বিক সংস্কৃতির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যকে সামনে রেখে নির্মিত হচ্ছে।

নকশা অনুযায়ী, জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে প্রদর্শনী গ্যালারি, তৃতীয় তলায় রেস্তোরাঁ ও ভিআইপি লাউঞ্জ। এছাড়া থাকবে বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর, যেখানে আয়োজন করা হবে শিল্পী সংলাপ, প্যানেল আলোচনা, আর্ট ফেয়ার ও শিক্ষা কার্যক্রম।

জাপানের বিখ্যাত স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে এই অনন্য স্থাপত্য। এর নকশায় সমুদ্র ও মুক্তার অনুপ্রেরণা প্রতিফলিত হয়েছে, যা দুবাইয়ের ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক। জাদুঘরের বাঁকা খোলস ঘিরে থাকবে বৃত্তাকার প্রদর্শনী হল, আর মাঝখানে থাকবে একটি নলাকার খোলা স্থান, যার মাধ্যমে কোমল প্রাকৃতিক আলো নিচে নেমে আসবে- যেন মুক্তার ঝিলিকের মতো।

জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, “শিল্প ও সংস্কৃতি একটি শহরের আত্মা। এর মাধ্যমে অগ্রগতি, মানবিকতা এবং দূরদৃষ্টি প্রতিফলিত হয়। দুবাই মিউজিয়াম অব আর্ট হবে শহরের নতুন আলোকবর্তিকা, যা শিল্পচর্চাকে আরও প্রসারিত করবে এবং বৈশ্বিক সাংস্কৃতিক মানচিত্রে দুবাইয়ের অবস্থানকে আরও দৃঢ় করবে।”

তিনি আরও বলেন, আজকের দুবাই এমন এক কেন্দ্র, যেখানে বিশ্বের সৃজনশীল মানুষরা মিলিত হয়ে নতুন ধারণা ও উদ্ভাবনের জন্ম দিচ্ছেন। এই প্রকল্প আমাদের সেই লক্ষ্যকেই আরও এক ধাপ এগিয়ে নেবে-দুবাইকে সৃজনশীলতা ও সংস্কৃতির বৈশ্বিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা।

শেখ মোহাম্মদ সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রশংসা করে বলেন, দুবাই মিউজিয়াম অব আর্ট প্রমাণ করেছে, কীভাবে যৌথ উদ্যোগ সাহসী ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা আল ফুতাইম গ্রুপকে ধন্যবাদ জানাই তাদের অবদান ও দুবাইয়ের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য।

সূত্র: গালফ নিউজ, টুইটার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন