শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
expand
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আগামী মাসে তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সফরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সৌদি সরকারের একটি সূত্র।

বার্তাসংস্থা এএফপিকে দেওয়া তথ্যে সূত্রটি জানায়, ১৭ নভেম্বর যুবরাজ সালমান যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন এবং ১৮ নভেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যুবরাজ সালমান। ওই ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা হয়।

এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও কিছু সংবাদমাধ্যম দাবি করেছে। সম্প্রতি কাতারের সঙ্গে এমন একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে দেশটির ওপর হামলা হলে মার্কিন বাহিনী এগিয়ে আসবে বলে বলা হয়েছে। সৌদির সঙ্গেও তেমন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদির অবস্থান অপরিবর্তিত রয়েছে। রিয়াদ জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। তবে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার নেতৃত্বে ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর পরিধি আরও বাড়তে পারে এবং সৌদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন