শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
expand
নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। কাতারে পরিচালিত বিমান হামলা ও গাজা সিটি দখল অভিযানের নীতিগত প্রশ্নে দীর্ঘদিনের মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

মঙ্গলবার ইসরাইলের জনপ্রিয় দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে হানেগবিকে অবহিত করেছেন যে জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান শিগগিরই নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে হানেগবির মেয়াদ কার্যত শেষ হচ্ছে।

হানেগবি নিজেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলাকে ঘিরে ইসরাইলের যে নিরাপত্তা ব্যর্থতা দেখা দিয়েছে, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। আমি সেই ব্যর্থতার দায় আমার অংশ অনুযায়ী নিচ্ছি।

ইসরাইলের চ্যানেল–১২ এবং আরও কয়েকটি স্থানীয় মাধ্যমের তথ্যমতে, কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলা এবং গাজা সিটি দখল অভিযানের পরিকল্পনা নিয়ে গত মাসে হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল।

ক্যাবিনেট বৈঠকে হানেগবি স্পষ্টভাবে গাজা সিটি দখল পরিকল্পনার বিরোধিতা করেন। তিনি বলেন, গাজা সিটি দখল করলে বন্দি ইসরাইলিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে। আমি সেনাপ্রধান ইয়াল জামিরের অবস্থানের সঙ্গেই একমত, এবং সেই কারণেই আমি এই প্রস্তাবের বিপক্ষে।

এই ঘটনার কয়েকদিন পর দোহায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার নিন্দা জানায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হানেগবির বরখাস্তের সিদ্ধান্ত ইসরাইলি সরকারের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিভাজন ও নীতিগত অস্থিরতার ইঙ্গিত বহন করে। যুদ্ধ ও নিরাপত্তা নীতিতে নেতানিয়াহুর প্রতি অসন্তোষ কেবল প্রশাসনের মধ্যেই নয়, সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগেও বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন