

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আব্রাহাম চুক্তির আওতা বাড়িয়ে সৌদি আরবকে যুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়িত হবে।
তবে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও মুসলিম বিশ্বের ক্ষোভ এই পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্স বিজনেসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশাবাদী, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। তারা যোগ দিলে অন্যরাও আগ্রহ দেখাবে। তিনি চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে শান্তির ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান-এই চারটি আরব দেশ আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে।
তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল গত দুই বছরে গাজায় হামলা, পশ্চিম তীরে অভিযান এবং কাতারসহ একাধিক দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসির জরুরি বৈঠকে প্রায় ৬০টি দেশ একসঙ্গে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানায় এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করে।
অন্যদিকে, সৌদি আরব এখনো আরব শান্তি উদ্যোগের নীতিতে অটল রয়েছে। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে-স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিপক্ষে মত দিয়েছেন।
মন্তব্য করুন
