

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওমানে ভ্রমণ এখন আগের তুলনায় আরও সহজ হয়ে গেল নির্দিষ্ট কিছু পেশার প্রবাসীদের জন্য। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য প্রবাসীরা দেশটিতে পৌঁছেই ভিসা অন-অ্যারাইভাল সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এ সুযোগ কেবলমাত্র ওমান সরকারের অনুমোদিত পেশার তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
রয়্যাল ওমান পুলিশের প্রকাশিত তথ্যে জানা গেছে, এই ভিসার মেয়াদ হবে ২৮ দিন এবং ফি নির্ধারণ করা হয়েছে ৫ ওমানি রিয়াল (প্রায় ৪৭.৭৬ দিরহাম)। ভিসাটি পাওয়া যাবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল সীমান্ত পয়েন্ট থেকে।
আবার যারা আগে থেকেই ভিসা নিশ্চিত করতে চান, তারা সরাসরি রয়্যাল ওমান পুলিশের ই-ভিসা প্ল্যাটফর্মে (evisa.rop.gov.om) আবেদন করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই আবেদনকারীর পাসপোর্ট ও এমিরেটস আইডির মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।
এই সুবিধাটি মূলত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চালু হয়েছে। তবে শর্ত হলো, এমিরেটস আইডিতে উল্লিখিত পেশাটি অবশ্যই ওমানের অনুমোদিত তালিকায় থাকতে হবে। এ তালিকায় ডাক্তার, প্রকৌশলী, হিসাবরক্ষক, সাংবাদিক, ব্যবস্থাপকসহ বেশ কিছু পেশা অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, যেসব প্রবাসীর পেশা অনুমোদিত তালিকায় নেই, তাদের জন্য পুরনো নিয়মই বহাল থাকবে, অর্থাৎ ট্র্যাভেল এজেন্ট বা দূতাবাসের মাধ্যমে স্পন্সরড ভিসার আবেদন করতে হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    