শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো যে দেশে চালু হলো 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো যে দেশে চালু হলো 
expand
বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো যে দেশে চালু হলো 

সৌদি আরব আধুনিক অবকাঠামো দিয়ে প্রতিনিয়ত বিশ্বকে চমকে দিচ্ছে। এর ধারাবাহিকতায় রাজধানী রিয়াদে যাত্রা শুরু করেছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো ‘রিয়াদ মেট্রো’। গত বছরের ডিসেম্বর থেকে চালু হওয়া এ অত্যাধুনিক রেলব্যবস্থা কেবল শহরের যাতায়াতকেই সহজ করছে না, বরং পর্যটকদের জন্যও হয়ে উঠেছে নতুন অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু।

মেট্রো নেটওয়ার্কটির দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার এবং এটি ছয়টি লাইনে বিস্তৃত। মোট ৮৫টি স্টেশনের মধ্যে চারটি বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটকবান্ধব পরিবেশে, কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি এবং ওয়েস্টার্ন স্টেশন।

কাসর আল হোকম: নরওয়েজিয়ান স্থাপত্য সংস্থার নকশায় নির্মিত সাততলা বিশিষ্ট এই স্টেশনটি ৪০ মিটার গভীর। এখানে রয়েছে ইনডোর গার্ডেন, শিল্পকর্ম ও শপিং স্পেস।

কেএএফডি স্টেশন: যেখানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিল্পী আলেকজান্ডার ক্যালডারের ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

এসটিসি স্টেশন: সৌদির টুয়াইক পাহাড়ের চুনাপাথর থেকে অনুপ্রাণিত নকশায় তৈরি।

ওয়েস্টার্ন স্টেশন: আল সুইদি এলাকায় চালু হওয়া এই স্টেশনটিও বিশেষ নজর কেড়েছে।

স্থানীয়দের মতে, রিয়াদ মেট্রো শুধু যাতায়াত ব্যবস্থাকে সহজ করছে না, বরং সামাজিক যোগাযোগও বাড়াচ্ছে। বিভিন্ন শ্রেণির মানুষ এখানে একসঙ্গে ভ্রমণ করছেন ও মিলিত হচ্ছেন।

রিয়াদ সিটি কমিশনের সিইও ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান বলেন, এই প্রকল্প শহরের চিত্র পাল্টে দিয়েছে। এটি অর্থনৈতিক, সামাজিক ও নগর উন্নয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

চালুর প্রথম ছয় মাসে এই মেট্রো ব্যবহার করেছেন ১ কোটি ৮০ লাখেরও বেশি যাত্রী। ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ফলে রিয়াদ মেট্রো শুধু পরিবহন ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সৌদি আরবের আধুনিকতা ও প্রগতির প্রতীক হয়ে আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন