শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতে নতুন ভিসা চালু, বিধবা ও ডিভোর্স নারীদের থাকার সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
আরব আমিরাত
expand
আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে। নতুন নিয়মে মানবিক রেসিডেন্স পারমিট চালু করা হয়েছে এক বছরের জন্য, যা যুদ্ধ, দুর্যোগ বা অস্থিরতার শিকার দেশ থেকে আগত বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য।

এছাড়াও বিধবা ও ডিভোর্সকৃত নারীদের জন্য রেসিডেন্স পারমিট সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (ICP) এ পরিবর্তনগুলো নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিজিট ভিসার জন্য চারটি নতুন উদ্দেশ্য যোগ করা হয়েছে, এবং বিদ্যমান ভিসাগুলোর শর্ত, সময়সীমা ও নিয়মাবলী সংশোধন করা হয়েছে।

ICP জানিয়েছে, এই পদক্ষেপ UAE-এর বিশ্বমুখী নীতির অংশ এবং এটি বিশেষভাবে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন ক্ষেত্রে দক্ষ, প্রতিভাবান ও উদ্যোক্তা ব্যক্তিদের আকর্ষণ করতে সহায়ক হবে।

নতুন নিয়মে মানবিক ক্ষেত্রে বলা হয়েছে, বিদেশি বিধবা বা ডিভোর্সকৃত নারীকে স্পন্সর ছাড়াই UAE-তে রেসিডেন্স দেওয়া যাবে।

UAE নাগরিকের স্ত্রী মৃত্যু বা ডিভোর্সের ক্ষেত্রে রেসিডেন্স পেতে পারবেন।

বিদেশি বিধবা বা ডিভোর্সকৃত নারী যিনি তার সন্তানদের কাস্টডিয়ান, তিনি মৃত্যুর বা ডিভোর্সের ছয় মাসের মধ্যে রেসিডেন্স পেতে পারবেন।

কাস্টডি নিয়ে কোনো বিতর্ক থাকলে তা কম্পিটেন্ট কমিটি দ্বারা সমাধান করা হবে।

সব ক্ষেত্রে আর্থিক সক্ষমতা এবং উপযুক্ত বাসস্থানের শর্ত পূরণ করতে হবে। প্রয়োজন হলে একই শর্তে পারমিট পুনঃবর্ধিত করা যেতে পারে।

একজন বিশ্লেষক বলেছেন, এই পদক্ষেপ খুবই ইতিবাচক। বিধবা বা ডিভোর্সকৃত নারীদের ছয় মাস সময় দেওয়া হলে তারা সন্তানদের দেখাশোনা, ঋণ বা অন্যান্য সমস্যার সমাধান করতে পারবেন এবং প্রয়োজনে নতুন চাকরির সন্ধান করতে পারবে।

উল্লেখ্য, এই পরিবর্তনগুলো UAE-এর ভিসা নীতির সামগ্রিক সংস্কারের অংশ। এর লক্ষ্য হচ্ছে রেসিডেন্সের বিকল্পগুলোকে আরও নমনীয় ও অন্তর্ভুক্তিমূলক করা এবং সংবেদনশীল, দুর্বল শ্রেণির মানুষদের সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন