সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমীরের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ঢাকা-১৫ আসন থেকে প্রার্থী হয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেনসহ আরও অনেকে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমাদের আমীরের পক্ষ থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, সবাই মিলে যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়—সে প্রত্যাশা আমাদের রয়েছে। এ বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X