সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের যে নেতারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে গঠিত জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এতে জামায়াতসহ মোট ৮ দলের সঙ্গে নতুন এই ৩ দল মিলিয়ে আসন ভাগাভাগির সমঝোতা সম্পন্ন হয়েছে। এর ফলে জোটের স্বার্থে জামায়াতকে শতাধিক আসন ছাড়তে হচ্ছে বলে জানা গেছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপি, এলডিপি ও এবি পার্টি আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক বলয়ে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের বিভিন্ন আসনের প্রার্থীরা স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করছেন। অনেকেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এবং ‘বৃহৎ স্বার্থ ও দলের সিদ্ধান্ত’ মেনে তারা সরে দাঁড়াচ্ছেন বলে উল্লেখ করেছেন।

এ পর্যন্ত নির্বাচনী মিত্রের একাধিক প্রার্থীর জন্য জামায়াতের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর আসন ছাড়ার বিষয় প্রকাশ্যে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বপ্রথম রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভ কামনা জানিয়ে এবং নিজ প্রার্থিতা প্রত্যাহার করে ফেসবুকে পোস্ট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান।

এদিন রাতেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন সমঝোতায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। এ বিষয়ে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারব না। তবে দেবীদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজকে কৃতজ্ঞ মনে করব।

এদিকে আজ সোমবার ফেনী-২ সদর আসন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছেন জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া।

একই দিনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।

এ ছাড়া এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোবারক হোসাইন।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। আস সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X