সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
আসন ছেড়ে দেওয়া এনসিপি নেতা মাহবুব এবং জামায়াত নেতা আবুল হোসাইন
expand
আসন ছেড়ে দেওয়া এনসিপি নেতা মাহবুব এবং জামায়াত নেতা আবুল হোসাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াত নেতৃতাধীন জোট মনোনীত প্রার্থী জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইনের জন্য নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা সেলের সহসম্পাদক মো. মাহবুব আলম।

সোমবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি জোটের বৃহৎ স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পাঠকদের জন্য এনসিপি নেতা মাহবুব আলমের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল:

প্রিয় হাজীগঞ্জ-শাহরাস্তিবাসী,

আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, দল এবার জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের পক্ষ থেকে চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে মনোনয়নপ্রাপ্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় আবুল হোসেন ভাই। ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।

এনসিপির সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আবুল হোসেন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ, মানবিক ও উন্নত হাজীগঞ্জ–শাহরাস্তি গড়তে আবুল হোসেন ভাইকে বিজয়ী করবেন।

ঐক্যই শক্তি, পরিবর্তন অনিবার্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X