সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন জমা দিয়ে ব্যারিস্টার আরমান বললেন, ‘আমরাই বিজয়ী হব’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম
expand
ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম

দলীয় মনোনয়ন জমা দিয়ে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম বলেছেন, ‘আমরাই বিজয়ী হব।’

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশে ব্যারিস্টার আরমান বিন কাশেম বলেন, “আপনারা সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন বলেই আমি মুক্ত হতে পেরেছি।

আমাদের এবারের লড়াই দুর্নীতি, কালো টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে। এই সংগ্রামে আমরাই বিজয়ী হব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X