সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন থেকে সরে গেলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু
expand
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমার শরীর অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি। অন্য কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

গত বুধবার ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও রেহেনা আক্তারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ আসনের জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X