

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফেনী-২ সদর আসন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এতে করে এই আসনটিতে জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছে।
রবিবার (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ঘোষণার পর বিষয়টি ছড়িয়ে পড়লে লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মাঝে ক্ষোভ ও হতাশা লক্ষ করা গেছে।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়াকতকে না দিয়ে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে এ আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, ফেনীর এই জনপদে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
মানুষের বিপদ-আপদে সামাজিক এবং পারিবারিক কার্যক্রমে তিনি ছুটে যেতেন জনসাধারণের মাঝে।
তাকে ফেনী-২ আসন থেকে প্রত্যাহার করে নেওয়ায় সমর্থকরা কিছুটা হতাশ হয়েছে। তবে আমরা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে বৃহত্তর ঐক্যের জন্য আনুগত্যের নজির পেশ করবো।
মন্তব্য করুন

