

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুবাইয়ের জাবিল পার্ক অ্যাম্ফিথিয়েটার গত সপ্তাহে নবরাত্রির আমেজে রঙিন হয়ে ওঠে। দুই দিনব্যাপী আয়োজন ‘নবরাত্রি উৎসব-ডান্ডিয়া নাইটস ২০২৫’ মাতিয়ে তোলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের।
২৬ ও ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত অবধি চলা এই উৎসবে হাজারো মানুষ ভিড় জমায়। গরবা, ডান্ডিয়া আর সংগীতের ঝলমলে পরিবেশে দুবাই যেন ভারতীয় উৎসবের আবহে ডুবে যায়।
ঐতিহ্যবাহী পোশাকে পরিবার, তরুণ-তরুণী ও প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন। মূল আকর্ষণ ছিল খ্যাতিমান শিল্পী ‘গুজরাটি শাকিরা’ অনিতা শর্মা ও তার ব্যান্ড রকার্সের প্রাণবন্ত পরিবেশনা। টানা নাচ-গান আর উচ্চ-শক্তির পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে আরও ছিল খাবারের স্টল, সাংস্কৃতিক প্রদর্শনী ও নানা ইন্টারঅ্যাকটিভ আয়োজন। আয়োজক প্রতিষ্ঠান সিগনেচার ইভেন্টস জানায়, বিপুল সাড়া পাওয়া এই উৎসব ছিল “অপ্রতিরোধ্য সফলতা।”
প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষও অংশ নেন এই উৎসবে। শুধু সাংস্কৃতিক বন্ধনই নয়, বরং দুবাইকে বহুসংস্কৃতির মিলনমেলা হিসেবে আরও একবার তুলে ধরল নবরাত্রি উদযাপন।
সূত্র: গাল্ফ নিউজ
মন্তব্য করুন
