

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হয়েছে। অস্ত্র এবং বিভিন্ন ধরনের লেনদেনের ওপর এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়। তাদের অভিযোগ—২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান ভঙ্গ করেছে। যদিও ইরান বারবার বলেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেসব প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো গত শনিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা থেকে পুনরায় বলবৎ হয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা ইরান ও বিশ্বের সব রাষ্ট্রকে আহ্বান জানাই—এই প্রস্তাবগুলো যেন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়।’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস রোববার বলেন, আগে প্রত্যাহার করা জাতিসংঘ ও ইইউর পারমাণবিক সম্পর্কিত সব নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল হবে।
অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ইরান এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত সব ধরনের আন্তর্জাতিক লেনদেন নিষিদ্ধ হয়ে গেল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যে প্রস্তাবগুলো তুলে নেওয়া হয়েছিল, সেগুলো আবার কার্যকর করা আইনগতভাবে ভিত্তিহীন ও অযৌক্তিক। আমরা আশা করি সব রাষ্ট্র এই অবৈধ পরিস্থিতিকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকবে।’
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    