

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নতুন হামলায় একদিনে অন্তত ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ছয়জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক নাগরিকদের ওপরও বোমা নিক্ষেপ করেছে। হামলা থেমে না থাকায় প্রতিদিনই প্রায় শতাধিক মানুষ মারা যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, “আমাদের লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।” তিনি হামলার মাত্রা আরও বাড়ানোরও হুমকি দিয়েছেন।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৮টি মুসলিম দেশের নেতারা বৈঠক করেন। বৈঠকে ট্রাম্প একটি ২১ দফা প্রস্তাব দেন। আলোচনার পর কয়েকজন মুসলিম নেতা জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।
আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর গাজার বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতা হবে কি না, তা স্পষ্ট হতে পারে।
এর আগে জাতিসংঘে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা হয়তো যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    