

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন বিরোধ অদম্য নয়।
যথাযথ রাজনৈতিক সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকর হবে।
এ কথা তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন।
প্রিন্স ফয়সাল বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সমস্ত অনিষ্পন্ন ইস্যু সমাধানের জন্য আলোচনা শুরু করা আবশ্যক। আমরা এই সমস্যাগুলোকে অদম্য মনে করি না।
তিনি বলেন, যদি আন্তরিক সদিচ্ছা থাকে—এবং আমরা জানি যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাস্তবধর্মীভাবে সমস্যা মোকাবিলা করতে প্রস্তুত—তাহলে তুলনামূলকভাবে অল্প সময়ে একটি টেকসই ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, যা প্রতিবেশী ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে।
প্রিন্স ফয়সাল আশা প্রকাশ করেন, দ্বি-রাষ্ট্র সমাধানই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি ইতোমধ্যেই নির্ধারিত এবং চূড়ান্ত মর্যাদাসহ আলোচনা টেকসই শান্তির জন্য অপরিহার্য। ১৯৬৭ সালের সীমানা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত সীমানা হিসেবে বিবেচিত।
প্রিন্স ফয়সাল গাজার পরিস্থিতি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তবে সতর্ক করে বলেন, পুনর্গঠন দীর্ঘমেয়াদি ও টেকসই হতে হবে, শুধুমাত্র সাময়িক সমাধান নয়।
তিনি আরও বলেন, জরুরি সহায়তার বিপুল প্রচেষ্টা বোঝায় যে পুনর্গঠনের প্রতি অঙ্গীকার রয়েছে। তবে এটি কখনও সাময়িক অবস্থা হতে পারবে না। পুনর্গঠন সরাসরি রাজনৈতিক সমাধানের সঙ্গে যুক্ত হওয়া উচিত।”
প্রিন্স ফয়সাল জানান, আরব ও মুসলিম দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পশ্চিম তীরের সম্ভাব্য দখল সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছিল। তিনি আত্মবিশ্বাসী, প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থান বুঝেছেন এবং এর গুরুত্ব উপলব্ধি করেছেন।
মন্তব্য করুন
