শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি আরব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
সৌদি আরবের জেদ্দায় আস-সালাম প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (বামে) তার সরকারি সফরের সময় তাকে স্বাগত জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (বামে)। [ছবি: সৌদি আরবের রয়েল কোর্ট/আনাদোলু এজেন্সি
expand
সৌদি আরবের জেদ্দায় আস-সালাম প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (বামে) তার সরকারি সফরের সময় তাকে স্বাগত জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (বামে)। [ছবি: সৌদি আরবের রয়েল কোর্ট/আনাদোলু এজেন্সি

সৌদি আরবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষা ছাতার আওতায় এখন সৌদি আরবও অন্তর্ভুক্ত হয়েছে। কয়েক দিন আগে আকস্মিকভাবে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির পর এ তথ্য প্রকাশ্যে এসেছে।

সূত্রটি আরও জানায়, এ চুক্তির প্রক্রিয়া চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। পাশাপাশি আশা প্রকাশ করা হয় যে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও সৌদি আরবের নিরাপত্তা চাহিদা বুঝতে পারবে।

সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ লেখক ও বিশ্লেষক আলী শিহাবি এক প্রশ্নের জবাবে নিশ্চিত করে বলেন, হ্যাঁ, এটা সত্যি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এখন সৌদি আরবের প্রতিরক্ষায় ব্যবহৃত হতে পারে।’

তিনি আরও জানান, পারমাণবিক সুরক্ষা এ চুক্তির অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানও বোঝে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময়ে সৌদি আরব কার্যত তাদের পারমাণবিক কর্মসূচিকে অর্থায়ন ও সমর্থন করেছিল।

শিহাবি বলেন, তিনি বিশ্বাস করেন ভারত বিষয়টি বুঝবে। তার ভাষায়, ‘রিয়াদ ও নয়াদিল্লির বর্তমান সম্পর্ক অসাধারণ পর্যায়ে রয়েছে।’

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের কাছে উন্মুক্ত থাকবে।

সূত্র : মিডলইস্ট মনিটর

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন