

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে ইরানে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, এটি সরকারের ডিজিটাল নিয়ন্ত্রণমূলক পদক্ষেপেরই অংশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেটব্লকস জানায়, সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমন করতে ইরান সরকার একের পর এক ডিজিটাল সেন্সরশিপ আরোপ করছে, যার ধারাবাহিকতায় এই ইন্টারনেট ব্ল্যাকআউট ঘটেছে।
সংস্থাটি আরও বলেছে, এমন সংকটময় পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের যোগাযোগের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও জোরালো হয়েছে এবং এতে হতাহত হওয়ার ঘটনাও বাড়ছে।
এই অস্থিরতা মোকাবিলায় সরকারের ভেতরে ভিন্ন ভিন্ন বার্তা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ সামলাতে “সর্বোচ্চ সংযম” বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
তবে এর বিপরীতে, চলতি সপ্তাহের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে প্রধান বিচারপতি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করছে।
প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই স্পষ্ট করে বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
মন্তব্য করুন

