

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে চলমান বিক্ষোভে গত ১০ দিনে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৩৬ জনে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের কম বলে জানা গেছে।
এ ছাড়া সহিংসতা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জনকে আটক করা হয়েছে।
ইরানভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে ইরান সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।
হারানার তথ্যমতে, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব প্রদেশের ৯২টি শহরের অন্তত ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
মূলত দেশটির মুদ্রা ইরানি রিয়ালের অব্যাহত দরপতন, লাগামহীন মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামের প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা। গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের দোকানিরা ধর্মঘট ডেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।
এর পরদিন ২৯ ডিসেম্বর আন্দোলন আরও বিস্তৃত হয়। ব্যবসায়ীদের পাশাপাশি এতে যোগ দেন বিভিন্ন পেশাজীবী মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা বিক্ষোভকে আরও শক্তিশালী করে তোলে।
এই পরিস্থিতির মধ্যে গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভের প্রতি সমর্থন জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের ইসলামপন্থি সরকার যদি আন্দোলনকারীদের দমন করতে সহিংস পন্থা অবলম্বন করে, তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে সামরিক পদক্ষেপ নিতে পারে।
এই মন্তব্যের পর ইরান সরকার কিছুটা সংযত অবস্থান নেয়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ইরান কখনোই শত্রুদের চাপের কাছে মাথানত করবে না।
অন্যদিকে, ইরানের বিচারমন্ত্রী গোলাম হোসেইন মোহসেনি গত ৫ জানুয়ারি এক বিবৃতিতে আন্দোলনকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দেন। তিনি বলেন, সরকার জনগণের দাবি ও অভিযোগ শুনতে প্রস্তুত, তবে তা অবশ্যই আইন মেনে হতে হবে। তিনি সাধারণ মানুষকে সহিংসতায় জড়িতদের দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন

