শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিলো আমিরাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
expand
বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিলো আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে, নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে।

এ তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত। নতুন নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

অভিবাসন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ভ্রমণ বা চাকরির উদ্দেশ্যে নয়, ব্যবসায়িক কার্যক্রমের জন্যও এই ৯ দেশের নাগরিকরা ভিসা পাবে না।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯-এর মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিই এই সিদ্ধান্তের প্রধান কারণ। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

বর্তমানে কিছু দেশের নাগরিকরা এখনও ভিসার জন্য আবেদন করতে পারছেন। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন