

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৫,১৭৪ জনে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ১৪৬ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা এখন ১,৬৬,০৭১ জনে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপ বা রাস্তার ওপর পড়ে রয়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা নেওয়ার সময়ও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১৭ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মোট ২,৫১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৮,৪৩১ জন আহত হয়েছেন।
এছাড়া, চলতি ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার ও দুর্ভিক্ষের কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭ শিশু।
২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ফলে উপত্যকার ২৪ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখে পড়েছেন।
আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইতোমধ্যেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ছড়িয়ে পড়বে।
আইপিসি’র তথ্য অনুযায়ী, গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার পর থেকে ১৬২ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে ৩২ শিশু।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের জন্য একাধিকবার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
