শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম
বুর্জ খলিফায় বজ্রপাত
expand
বুর্জ খলিফায় বজ্রপাত

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাতের ঘটনা দেখা গেছে। এটি কেন্দ্র করে একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌমও এটি শেয়ার করেছেন। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

দুবাইয়ে গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছিল। সেই সময়ই বুর্জ খলিফায় বজ্রপাত ঘটে। তবে ভবনটির কোনো ক্ষতি হয়নি, কারণ এটি বজ্রপাত প্রতিরোধের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে।

ক্রাউন প্রিন্স ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দুবাইয়ের বাসিন্দাদের সতর্ক করে বলেন, সামনের দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই সবাই প্রস্তুতি নিন।

আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম), জানিয়েছে যে লোহিত সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দুবাইতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এ ধরনের আবহাওয়া কয়েক দিন আরও চলতে পারে।

উল্লেখ্য, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৭ ফুট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X