শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: শামা ওবায়েদ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
expand
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সিরাজগঞ্জের বেলকুচিতে মহিলা সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৃহস্পতিবার বেলা ৪টার দিকে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি লোক দেখানোর জন্য কাজ করে না, মানুষের কল্যাণে কাজ করে। নারীর কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার ‘নির্যাতনের’ মুখেও তারেক রহমান নারীর নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করেছেন।

শামা ওবায়েদ বলেন, আমাদের মা–বোনেরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। দেশের উন্নয়নে ছেলেদের মতোই নারীরা সমান ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, ‘১৭ বছর ধরে বিএনপি নির্যাতনের শিকার। তারপরও আমরা মানুষকে ভুলে যাইনি।

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করা নারীর কল্যাণে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল সভাপতিেত্ব প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খাঁন।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায় এ কথা বিভ্রান্তিকর। জান্নাত পেতে হলে ধর্মীয় বিধান মেনে চলতে হবে।

জামায়াত ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইসলামের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ১৯৭১ সালে তারা পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী ছিল।

তিনি আরও বলেন, ‘ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে জামায়াত। সমাবেশ শেষ করে মহিলাদের নিয়ে বেলকুচির প্রধান প্রধান সড়কে র‍্যালী করে দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন