

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মো. মাজেদুল ইসলাম তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের উন্নয়নে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচিত হলে তরুণদের মাদকমুক্ত জীবন, নীতি-নৈতিকতাভিত্তিক শিক্ষা এবং আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আউটসোর্সিং খাতে যুক্ত করার উদ্যোগ নেবেন। এর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে।
শুক্রবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এলাকার স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি হাট-বাজারে যানজট নিরসনে স্থায়ী ও টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মাজেদুল ইসলাম মনে করেন, উন্নত ও সমৃদ্ধ মুন্সীগঞ্জ গড়তে তরুণদের সম্পৃক্ততা সর্বাধিক জরুরি। তিনি বলেন, “যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তরুণদের নিয়ে একটি শিক্ষিত, সচেতন ও দক্ষ সমাজ গঠন করব।”
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মেহেদী হাসান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী আনিসুর রহমান, আরিফ সরদার, সদস্য সাকিব বেপারী, শাহাদাত হোসেন প্রমুখ।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা তার বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনের আগে এ ধরনের প্রত্যাশা এলাকার ভোটারদের মধ্যেও আলোচনা তৈরি করেছে।
মন্তব্য করুন