সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণ, নিহত ৮

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
দিল্লিতে বিস্ফোরণ
expand
দিল্লিতে বিস্ফোরণ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও দমকল কর্মকর্তারা। ঘটনার পর পুরো দিল্লি জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

চাক্ষুষদর্শীরা জানান, ভয়াবহ বিস্ফোরণের পর আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়, এবং নিকটস্থ ভবনের জানালার কাচ ভেঙে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশ দেয়।

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে ঘটে। তিনি বলেন, “বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক; অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।”

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা গাড়ি থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন