বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারের ছিদ্রে নারীর আঙুল আটকে গেল, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
চেয়ারের ছিদ্রে নারীর আঙুল আটকে গেল, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করল 
expand
চেয়ারের ছিদ্রে নারীর আঙুল আটকে গেল, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করল 

মালয়েশিয়ায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা-প্লাস্টিকের চেয়ারের ছিদ্রে এক নারীর আঙুল আটকে যায়, আর তা বের করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। নানা চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে ফোন দেন ওই নারী। পরে দমকলকর্মীদের সহায়তায় তিনি এই অপ্রত্যাশিত বিপদ থেকে উদ্ধার হন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ১ নভেম্বর। ওই নারী ডান হাতের কনিষ্ঠা আঙুলটি প্লাস্টিকের চেয়ারের আসনের ছোট গোল ছিদ্রে ঢুকিয়ে ফেলেন। কিন্তু পরে সেটি আর বের করতে পারেননি। অবস্থা বেগতিক দেখে তিনি মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (দমকল বিভাগ) সঙ্গে যোগাযোগ করেন।

দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কাটার যন্ত্রের সাহায্যে সতর্কতার সঙ্গে চেয়ারের অংশ কেটে আঙুল মুক্ত করেন। পুরো উদ্ধারকাজে তারা বিশেষভাবে খেয়াল রাখেন যাতে নারীর আঙুলে কোনো আঘাত না লাগে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী শান্তভাবে বসে আছেন, আর উদ্ধারকর্মীরা সাবধানে চেয়ারের অংশ কাটছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ মন্তব্য করেছেন, তিনি আঙুলটা ভেতরে ঢোকালেনই বা কেন? আবার কেউ বলেছেন, তেল বা লোশন ব্যবহার করে বের করা যেত না? এত কাটাকাটি কেন!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন