রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রেগন্যান্ট জব’ করতে গেলেন এক ঠিকাদার, অতঃপর...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
‘প্রেগন্যান্ট জব’ করতে গেলেন এক ঠিকাদার
expand
‘প্রেগন্যান্ট জব’ করতে গেলেন এক ঠিকাদার

ভারতে প্রতিনিয়ত নতুন রূপে বাড়ছে সাইবার প্রতারণা। সম্প্রতি মহারাষ্ট্রের পুণে শহরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা, এক ঠিকাদার প্রেগন্যান্ট জব নামে চাকরির ফাঁদে পড়ে হারিয়েছেন প্রায় ১১ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঠিকাদার একটি ভিডিও বিজ্ঞাপন দেখেন, যেখানে এক নারী বলেন, যে পুরুষ তাকে অন্তঃসত্ত্বা করতে পারবে, সে পাবে ২৫ লাখ টাকা। সেখানে উল্লেখ করা হয়, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাত কিংবা বর্ণ কোনো বিষয় নয়।

প্রলোভনে পড়ে ঠিকাদার ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে “প্রেগন্যান্ট জব সংস্থার” প্রতিনিধি বলে পরিচয় দেন এবং জানান, কাজটি করতে হলে আগে নিবন্ধন করতে হবে।

এরপর রেজিস্ট্রেশন ফি, আইডি কার্ড, জিএসটি, টিডিএস, যাচাই প্রক্রিয়া, প্রসেসিং চার্জসহ নানা অজুহাতে ধাপে ধাপে টাকা নিতে থাকে প্রতারকেরা। এভাবে মোট ১০০ বারের বেশি লেনদেনে ঠিকাদার ইউপিআই ও আইএমপিএসের মাধ্যমে পাঠান প্রায় ১১ লাখ টাকা। টাকা পাওয়ার পর প্রতারকেরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনা বুঝতে পেরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। তারা নাগরিকদের সতর্ক করে বলেছে, সহজে বড় অঙ্কের টাকা বা অদ্ভুত ধরনের চাকরির প্রস্তাব দেখলে কোনোভাবেই যাচাই ছাড়া যোগাযোগ করবেন না। অধিকাংশ সময় এমন প্রলোভনই সাইবার অপরাধের ফাঁদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন