শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাসের মধ্যে ক্ষমা চাইতে পারে ভারত: মার্কিন বাণিজ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ছবি: সংগৃহীত
expand
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ওয়াশিংটন দিল্লির বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে, আর এর জবাবে ভারত রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মনে করেন, খুব শিগগিরই নয়াদিল্লি আলোচনার টেবিলে ফিরবে এবং ক্ষমা চাইবে।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ধারণা, এক–দুই মাসের মধ্যেই ভারত বলবে— আমরা দুঃখিত, এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নতুন চুক্তির দিকে এগোতে চাইবে।’

ভারতকে সতর্ক করে লুটনিক বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে মার্কিন বাজারে রফতানির পণ্যে ভারতের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

তার ভাষায়, ‘ভারত যতই নিজেকে শক্তিশালী ভাবুক না কেন, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্রের) স্বার্থেই সিদ্ধান্ত নিতে হবে।’

এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ভারত ও রাশিয়া যেন চীনের দিকে ঝুঁকছে। তিনি লেখেন, ‘আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারাচ্ছি মনে হচ্ছে। তিন দেশেরই মঙ্গল কামনা করি।’

ওই পোস্টে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে তোলা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদির একটি ছবিও শেয়ার করেন ট্রাম্প। পরে নয়াদিল্লিতে সাংবাদিকেরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয় জানায়, তাদের এ নিয়ে কোনো মন্তব্য নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন