বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমপিদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার সদস্যদের সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ আগুন লাগে বলে জানা গেছে।

স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দমকলের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার সময় ভবনের ফায়ার হাইড্রেন্ট ও পানির পাইপলাইন কাজ করছিল না। ফলে প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়।

একজন বাসিন্দা জানান, “ফায়ার সিস্টেম চালু করতে গিয়েও দেখি কোথাও পানি নেই, পুরো ব্যবস্থা অকেজো হয়ে আছে।”

আগুনে ভবনটির নিচের দুই তলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল বিভাগ নিশ্চিত করেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন