শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কফ সিরাপ খেয়ে ১২ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে এক মাসের মধ্যে কফ সিরাপ সেবনের পর শিশুদের মৃত্যু ঘটেছে।

সরকারি সূত্র জানায়, চিন্দওড়া ও আশেপাশের গ্রামে নয়জন শিশু এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় তিনজন শিশু মারা গেছেন। এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৩ অক্টোবর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে নির্দেশ দিয়েছে, দুই বছরের কম বয়সী শিশুদের ঠান্ডা ও কাশির ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে।

ডিজিএইচএস জানিয়েছে, শিশুদের অধিকাংশ কাশি স্বাভাবিকভাবেই সেরে যায় এবং সাধারণত ওষুধ ছাড়া ভালো হয়।

মধ্যপ্রদেশ থেকে সংগ্রহ করা ১৯টি কফ সিরাপের মধ্যে ৯টির পরীক্ষায় দূষণ শনাক্ত হয়নি। তবে বাকি ১০টির রিপোর্ট এখনও আসেনি।

রাজ্য প্রশাসন দুইটি ব্র্যান্ডের বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং জয়পুরের বিতরণকারীর স্টক সীল করেছে।

রাজস্থানের কায়সন্স মেডিসিনের ১৯টি সিরাপের সরবরাহও সতর্কতামূলকভাবে স্থগিত রাখা হয়েছে। মৃত্যুর মধ্যে কিছু শিশুর কিডনিতে জটিলতা দেখা গেছে, তবে কিছু ক্ষেত্রে পূর্ববর্তী অসুস্থতাও মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা রাখছে।

ডিজিএইচএস পরামর্শ দিয়েছে, কফ বা সর্দির ক্ষেত্রে পর্যাপ্ত পানি, বিশ্রাম এবং অন্যান্য অ-ঔষধি পদ্ধতি প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণ করা উচিত। তদন্ত এখনও চলমান রয়েছে এবং চূড়ান্ত রিপোর্ট আসার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে বোঝা যাবে।

মধ্যপ্রদেশের চিন্দওড়া ও আশেপাশের গ্রাম এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে সর্দি, কাশি ও কিডনি জটিলতার প্রভাব দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শিশুদের চিকিৎসা চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন