

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের বীরভূমের দুই মুসলিম শ্রমিক পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠানোর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, এই বিতাড়নের প্রক্রিয়াটি তড়িঘড়ি করে করা হয়েছে এবং তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন (বিবি) সহ মোট ছয় সদস্যকে চার সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের স্থগিতাদেশের আবেদনও খারিজ করে দেন আদালত।
রায়ে বলা হয়, নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত উপযুক্ত আদালতে নথিপত্র ও প্রমাণের ভিত্তিতে বিবেচনা করতে হবে। কিন্তু বিতাড়নের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা আইনি প্রক্রিয়া ভঙ্গ করেছে। আদালতের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২ মে ২০২৫-এর মেমো অনুযায়ী বিধিবিধান মানেনি।
এছাড়া আটক শ্রমিক পরিবারকে ‘বাংলাদেশি নাগরিক’ আখ্যা দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের অবস্থানকে ভুল বলে মন্তব্য করেন আদালত।
চলতি বছরের শুরুতে উক্ত দুই পরিবারকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের এই রায়ে তাদের ফিরে আসার পথ খুলল।
মন্তব্য করুন
