শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লিভ-ইন পার্টনার প্রকাশে তরুণীকে আগুনে পুড়িয়ে মারল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম
বিতাল, বনজাক্ষী
expand
বিতাল, বনজাক্ষী

ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। প্রেমের টানাপোড়েন, সহিংস সম্পর্ক আর প্রতিশোধের আগুনে প্রাণ হারিয়েছেন বনজাক্ষী নামে এক তরুণী।

রোববার সন্ধ্যায় শহরের ব্যস্ত রাস্তায় তার সাবেক প্রেমিক বিতাল, যিনি পেশায় ক্যাব চালক, বনজাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

পথচারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে শুরু হওয়া প্রেম গড়ায় একসাথে বসবাসে, কিন্তু সম্পর্কটি ছিল অশান্তিপূর্ণ। বিতালের বিরুদ্ধে নিয়মিত শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ ছিল। বনজাক্ষী ও বিতাল দু’জনেরই আগের বিবাহিত জীবন ব্যর্থ হলেও নতুন সম্পর্কে স্থায়িত্ব খুঁজে পাননি। সম্প্রতি বনজাক্ষী নতুন সম্পর্কে জড়ালে বিতালের মধ্যে জন্ম নেয় হিংসা ও প্রতিশোধস্পৃহা।

পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত আগেই হুমকি দিয়েছিল — বনজাক্ষী যদি তার না হয়, তবে অন্য কারওও হবে না।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নারী অধিকার কর্মীরা বলছেন, এটি কেবল ব্যক্তিগত ঘটনার প্রতিফলন নয়, বরং সমাজে নারীর প্রতি গভীরভাবে গেঁথে থাকা সহিংস মানসিকতার প্রমাণ।

ভারতের অন্যতম আধুনিক নগরী বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক তৈরি করেছে। অনেকেই নারী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি তুলছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন