

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
২০১১ সালে চালু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত উপাদানের সমন্বয়ে জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। এ জন্য রাজ্য সরকার প্রায় সাড়ে তিন কোটি রুপি বরাদ্দ দিলেও এক দশকের বেশি সময় পার হলেও গবেষণার কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। বরং বিপুল অঙ্কের অর্থ নয়ছয়ের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
জেলা প্রশাসনের নির্দেশে সম্প্রতি অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের ব্যয়ের হিসাব খতিয়ে দেখে একটি প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্তে উঠে এসেছে, গোবর, গোমূত্রসহ সংশ্লিষ্ট কাঁচামাল কেনার নামে প্রায় এক কোটি ৯২ লাখ রুপি ব্যয় দেখানো হয়েছে, যেখানে বাজারমূল্য অনুযায়ী এই খরচ সর্বোচ্চ ১৫ থেকে ২০ লাখ রুপির বেশি হওয়ার কথা নয়। এ ছাড়া গবেষণার অজুহাতে দেশের বিভিন্ন শহরে একাধিকবার বিমান ভ্রমণ, নিয়ম বহির্ভূতভাবে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও অতিরিক্ত ব্যয়ের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাজেটের বাইরে গিয়ে কেনা প্রায় সাড়ে সাত লাখ রুপির একটি গাড়ির বর্তমানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয় দেখানো হলেও তার পক্ষে প্রয়োজনীয় নথিপত্র নেই। একই সঙ্গে আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত অর্থ খরচ করায় প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছে তদন্ত কমিটি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অভিযোগ নাকচ করে দাবি করেছে, প্রকল্পের সব ধরনের ক্রয় ও ব্যয় সরকারি বিধি মেনেই করা হয়েছে এবং নিয়মিত অডিটের আওতায় ছিল। এদিকে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

