

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
২৪ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশটি আবারও ইসরাইলে অস্ত্র পাঠাতে পারবে।
তবে বার্লিন স্পষ্ট করেছে গাজায় কার্যকর যুদ্ধবিরতি টিকে থাকা এবং সেখানে মানবিক সহায়তার পরিধি বড় আকারে বাড়ানোর ওপরই এ অনুমতি নির্ভর করবে।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি ও তুলনামূলক স্থিতিশীল যুদ্ধবিরতির কারণে নিষেধাজ্ঞা শিথিল করার পথ তৈরি হয়েছে।
সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়ুস বলেন, ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যে বিরতি চলছে, সেটি পরিস্থিতি বদলাতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং ত্রাণ সহায়তার প্রবাহ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রত্যেকটি অস্ত্র রপ্তানির আবেদন আলাদাভাবে যাচাই করে অনুমোদন দেওয়া হবে।
সরকারের অপর এক মুখপাত্র বলেন, বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্বই জার্মান সিদ্ধান্তের ভিত্তি। তার মতে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই সমঝোতা পুরোপুরি মানতে হবে বিশেষত মানবিক সাহায্য পৌঁছানোর পথ নিশ্চিত করতে এবং চুক্তির শর্তগুলো সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে।
এর আগে গত ৮ আগস্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে সব ধরনের সামরিক রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
এদিকে ইউরোপীয় মানবাধিকার সংস্থা ইসিসিএইচআর দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে—জার্মানির অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক নীতি, বিশেষ করে গণহত্যা প্রতিরোধবিষয়ক জেনেভা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক।
মন্তব্য করুন
