

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লিসবনের লিবার্টি অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ফানিকুলারের একটি ক্যারেজ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নেমে পাশের একটি ভবনে আঘাত হানে। মুহূর্তেই সেটি বিধ্বস্ত হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
নিহতদের মধ্যে স্থানীয় নাগরিক ছাড়াও বিদেশি পর্যটক রয়েছেন। তবে বিদেশিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পর্তুগাল সরকার জাতীয় শোক ঘোষণা করেছে। লিসবন শহরে টানা তিন দিন শোক পালন করা হবে বলে জানিয়েছেন মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন,
“এমন মর্মান্তিক দুর্ঘটনা লিসবনে আগে কখনো ঘটেনি। নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। শহর কর্তৃপক্ষ সবসময় ভুক্তভোগীদের পাশে থাকবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    