শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে রেল দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
expand
পর্তুগালে রেল দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা

পর্তুগালের রাজধানী লিসবনে জনপ্রিয় পর্যটনযান ‘এলিভাদোর গ্লোরিয়া’ ফানিকুলার (ক্যাবল রেল) ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লিসবনের লিবার্টি অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ফানিকুলারের একটি ক্যারেজ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নেমে পাশের একটি ভবনে আঘাত হানে। মুহূর্তেই সেটি বিধ্বস্ত হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

নিহতদের মধ্যে স্থানীয় নাগরিক ছাড়াও বিদেশি পর্যটক রয়েছেন। তবে বিদেশিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পর্তুগাল সরকার জাতীয় শোক ঘোষণা করেছে। লিসবন শহরে টানা তিন দিন শোক পালন করা হবে বলে জানিয়েছেন মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন,

“এমন মর্মান্তিক দুর্ঘটনা লিসবনে আগে কখনো ঘটেনি। নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। শহর কর্তৃপক্ষ সবসময় ভুক্তভোগীদের পাশে থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন