বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম
নেদারল্যান্ডসের অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ
expand
নেদারল্যান্ডসের অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

নেদারল্যান্ডসের দ্য হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করেছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ সংস্থা এএনপি জানায়, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এই সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডিক স্কোফ ঘটনা ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছেন।

বিক্ষোভটি আয়োজন করেছিলেন একজন ডানপন্থি কর্মী, যিনি অভিবাসন নীতি কঠোর করার দাবি জানান। তবে পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নেয়, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও বোতল নিক্ষেপ করে এবং বামপন্থী দলের প্রধান কার্যালয়ের জানালা ভাঙচুর করে। ডি৬৬ দলের নেতা রব জেটেন বলেন, “উগ্র সহিংসতাকারীদের হাতে দেশ ছাড়ার কোনো সুযোগ নেই।”

ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স বিক্ষোভে উপস্থিত ছিলেন না, তবে তিনি সহিংসতা “পুরোপুরি অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত, তিনি গত জুনে পিভিভি দলকে শাসক জোট থেকে প্রত্যাহার করলে নেদারল্যান্ডসের সরকার ভেঙে যায়। বিক্ষোভের মূল দাবি ছিল অভিবাসন কঠোর করার নতুন নীতি কার্যকর করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন