শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
expand
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘের আগামী সপ্তাহের উচ্চপর্যায়ের বৈঠকের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে পর্তুগাল।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল সম্প্রতি যুক্তরাজ্য সফরে ইঙ্গিত দিয়েছিলেন— লিসবন সরকার বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে চিন্তা করছে।

২০২4 সালের মে মাসে প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তখন স্পেন অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পথে হাঁটার আহ্বান জানায়। তবে সে সময় পর্তুগাল সতর্ক অবস্থান নিয়েছিল।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে সুইডেন, সাইপ্রাস এবং কিছু সাবেক সমাজতান্ত্রিক দেশ রয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সম্ভাব্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন