

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ সফল না হওয়ায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প দায়িত্ব ছাড়লেন।
ডাচ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিলেন। কিন্তু জোটভুক্ত দুটি রাজনৈতিক দল—ভিভিডি ও বিবিবি—এতে আপত্তি জানায়। ফলে নিজের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বুঝতে পেরে ফেল্ডকাম্প পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এর আগে তিনি সংসদে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইসরাইলবিরোধী “প্রয়োজনীয় ব্যবস্থা” নেবেন। কিন্তু এ বিষয়ে জোটের সঙ্গীদের সঙ্গে আলোচনা না করায় মতবিরোধ তৈরি হয়।
এনএসসি’র পদত্যাগ
ফেল্ডকাম্পের পদত্যাগের পরপরই রাজনৈতিক দল এনএসসি সরকার থেকে তাদের সব মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রত্যাহার করে নেয়। দলের নেতা ও উপপ্রধানমন্ত্রী এডি ফান হেইজুম মন্তব্য করেন, “ইসরাইলি সরকারের কার্যকলাপ আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। এখন সীমারেখা টানা দরকার।”
এতে করে স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো নেতৃত্বহীন হয়ে পড়ে। ফলে প্রধানমন্ত্রী ডিক স্কহফের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আরও অনিশ্চয়তার মুখে পড়ে।
অন্যদিকে ভিভিডি ও বিবিবি এনএসসি’র এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছে।
গাজার ভয়াবহ পরিস্থিতি
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) সম্প্রতি জানিয়েছে, গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা ইসরাইলি নীতির পরিকল্পিত ফল। একই তথ্য নিশ্চিত করেছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার ৩০০ মানুষের প্রাণহানি ঘটেছে। পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষ ব্যাপক আকার ধারণ করেছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলা চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
