

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের অন্যতম ধনী দেশ ও ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সম্প্রতি পার্লামেন্টারি কমিশনে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি ঘোষণা করা হবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
খবরে বলা হয়, মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখনই লুক্সেমবার্গও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে। এর আগে এই দেশগুলো শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিল।
অস্ট্রেলিয়া ও কানাডাসহ কিছু দেশও একই বৈঠকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত সংস্থাটির প্রায় ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্র (প্রায় ১৪৭টি দেশ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মন্তব্য করুন
